ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার দাবিতে বিক্ষোভের ডাক

নঈমুদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার দাবিতে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তনমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। আগামী ১৫ রমজান শুক্রবার সারাদেশে বিক্ষোভ এবং ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে ঢাকায় সমাবেশ করবে দলটি।

 

মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

রাজধানীর পুরনো পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান প্রমুখ।

 

 

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে সরকার নিজের ওপর দায়িত্ব তুলে নিয়েছে। এতে করে সরকারকেই দায়-দায়িত্ব নিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।

 

পবিত্র হজ্ব এবং মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে সমালোচিত হন লতিফ সিদ্দিকী।

 

তিনি কয়েক মাস ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় কারাগারে ছিলেন। গত সোমবার জামিনে মুক্ত হন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/নঈমুদ্দিন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়